বউ-শাশুড়ি হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন
১৮ এপ্রি ২০২৩, ০১:১১ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে বউ ও শাশুড়িকে হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নবীগঞ্জ উপজেলার আমতৈল গ্রামের আমির হোসেনের ছেলে তালেব মিয়া (২৪) ও বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে জাকারিয়া আহমদ শুভ (২০)।
বিষয়টি নিশ্চিত করে মামলার বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (সরকারি কৌঁসুলি) সালেহ উদ্দিন আহমেদ জানান, ২০১৮ সালের ১৩ মে রাত ১১টায় ওই উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের রাজা মিয়ার স্ত্রী মালা বেগম (৫০) ও তার পুত্রবধূ রুবি বেগমকে (২২) দণ্ডপ্রাপ্তরা ঘরে ঢুকে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পর নিহত রুবি বেগমের ভাই নজরুল ইসলাম চৌধুরী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্ত করে একই বছরের ১১ আগস্ট আদালতে ২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আদালত ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে সালেহ উদ্দিন আহমেদ বলেন, এতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। নিহতদের পরিবার ন্যায়বিচার পেয়েছেন।