Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবাজার আগুনের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩ | ০২:৩৪ অপরাহ্ণ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ | ০২:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
বঙ্গবাজার আগুনের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বঙ্গবাজারের আগুন। ইতিমধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে আশেপাশের কয়েকটি ভবনেও।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরের দিকে সূত্রপাত হওয়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টিও বেশি ইউনিট। একইসঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল। নিযুক্ত আছে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও। যেটি হাতিরঝিল থেকে পানি এনে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের বিষয়ে গণভবন থেকে সার্বিক খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন তিনি।

বঙ্গবাজারে লাগা আগুনে মার্কেটটি ইতোমধ্যে পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে আগুন বঙ্গবাজার মার্কেট থেকে পাশে এনেক্সকো ভবনসহ আরও দুটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এনেক্সকো মার্কেট আগুন ছড়িয়ে পড়ায় মালামাল বের করার চেষ্টা করছেন ব্যবসায়ী। অনেক ব্যবসায়ী সহযোগীদের সঙ্গে নিয়ে বেশ কিছু মালামাল ছড়িয়ে নিয়ে আসতে পেরেছেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পাই। সংবাদ পাওয়ার পর আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ৫০টিও বেশি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল যুক্ত হয়েছে।

Manual8 Ad Code

তিনি আরও জানান, আগুনে এখন পর্যন্ত ৮ জন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ যায়নি। এদিকে ভয়াবহ এই আগুন নেভাতে পানির সংকটে পড়েছে কর্মীরা। দ্রুত সেই সমস্যা সমাধানে বঙ্গবাজারের পার্শ্ববর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে। আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ছে।

Manual2 Ad Code

মার্কেটের দোকানিরা জানান, প্রথমে আগুন লাগে গুলিস্তান মার্কেটে। সেখানে থেকে আগুন ছড়িয়ে পড়ে বঙ্গবাজার মার্কেটে। এখন পাশের অন্য ভবনেও ছড়িয়ে পড়েছে। কাপড়ের মার্কেট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

 

Manual6 Ad Code

শেয়ার করুন