Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সমার্থক

admin

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩ | ০৯:২১ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৩ | ০৯:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সমার্থক

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সম্পর্কে অনেকে অনেক রকম কথা বলেছেন। কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো বলেছেন যে তিনি হিমালয় দেখেননি কিন্তু শেখ মুজিবকে দেখেছেন।

Manual4 Ad Code

স্বনামধন্য শিক্ষক ও কথাসাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল ‘বাংলাদেশ এবং বঙ্গবন্ধ’ শীর্ষক তাঁর ‘সাদাসিধে কথা’ কলামে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সম্পর্কে যে মূল্যায়ন করেছেন তা নিঃসন্দেহে সত্যনিষ্ঠ। তিনি বলেছেন, ‘ইতিহাস সাক্ষী দেয় যে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সমার্থক। তাই যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে তারা বাংলাদেশকেই অস্বীকার করে। এই দেশের মাটিতে থেকে এই দেশকে যারা অস্বীকার করে, বাংলাদেশে তাদের কোনো স্থান নেই।

আমি বিশ্বাস করি, এই দেশের মাটিতে থেকে রাজনীতি করার প্রথম শর্ত হচ্ছে, তাকে বঙ্গবন্ধুকে স্বীকার করে নিতে হবে এবং মুক্তিযুদ্ধকে বুকের ভেতর ধারণ করতে হবে।’ ন্যূনতম রাজনৈতিক জ্ঞানসম্পন্ন ও বিবেকবান প্রতিটি ব্যক্তি তাঁর এ মূল্যায়নের সঙ্গে সংহতি প্রকাশ করতে দ্বিধা করবে না। এই সাদাসিধে সত্য কথা সোজাসাপটা বলার জন্য জয়তু জাফর ইকবাল।

Manual1 Ad Code

শেয়ার করুন