বাংলাদেশ দলকে ‘কঠিন’ ভাবছে নিউজিল্যান্ড

Daily Ajker Sylhet

admin

১২ অক্টো ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ


বাংলাদেশ দলকে ‘কঠিন’ ভাবছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক:
উড়নচণ্ডী নিউজিল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে মোকাবেলা করাকে ‘কঠিন’ ভাবছে। সম্প্রতি এমনটাই জানান দিলেন নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন জার্গেনসন। তিনি বলেন, ‘আগে ঘরের মাঠে এবং নিউজিল্যান্ডে তারা আমাদের বিপক্ষে ভালো করেছে। কোনো সন্দেহ নেই এই ম্যাচটাও কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কারণ বৈশ্বিক টুর্নামেন্টে প্রত্যেক খেলোয়াড়ের মনোযোগ এবং ভালো করার তাড়না বেড়ে যায়। এটা বিশ্বকাপের একটি চরিত্র। বলার অপেক্ষা নেই কঠিন ম্যাচ হবে।’

বুধবার (১১ অক্টোবর) ম্যাচভেন্যু চেন্নাইয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশ বৈশ্বিক টুর্নামেন্টের ম্যাচগুলোতে নিজেদেরকে বেশ ভালোভাবে প্রমাণ করেছে। আমরা দলগতভাবে তাদেরকে বেশ সম্মান করি।’

এক প্রশ্নের জবাবে নিউজিল্যান্ড দলের বোলিং কোচ বলেন, ‘আমি ম্যাচগুলো খুব একটা দেখিনি। এ জন্য মন্তব্য করতে পারছি না। বিশ্বকাপে প্রতিটি ম্যাচই ভিন্ন। এভাবেই আমরা মূল্যায়ন করি। তিনটি ম্যাচ খেলেছি মানে একটি একটি করে ম্যাচে এগিয়েছি। আশা করছি বাংলাদেশও ভালো করবে।’

চেন্নাইয়ে সাধারণত সাহায্য পান স্পিনাররা। এ বিষয়ে জানতে চাইলে জার্গেনসন বলেন, ‘স্পিনারদের পাশাপাশি বাংলাদেশের পেসাররা এখন বোলিং আক্রমণে যেভাবে ভূমিকা রাখছে সেটা দারুণ। গভীরভাবে তাদের শেষ কয়েক বছর নজরে রেখে কথাটা বলছি।’

Sharing is caring!