বার্সা-ইন্টারের চেয়ে দামি নেইমারের ক্লাব

Daily Ajker Sylhet

admin

১১ ডিসে ২০২৩, ০২:১২ অপরাহ্ণ


বার্সা-ইন্টারের চেয়ে দামি নেইমারের ক্লাব

স্পোর্টস ডেস্ক:
নিজেদের লিগকে নক্ষত্রপুঞ্চ বানাতে অঢেল টাকা ঢেলেই চলেছে সৌদি আরব। লক্ষ্য একটাই, ইউরোপীয় ফুটবলকে ছাড়িয়ে যাওয়া। সর্বশেষ দলবদলের নমুনায় আরও পরিষ্কার হয়েছে সৌদির মনোভাব। এরই মধ্যে চমক দেখিয়েছে দেশটির ক্লাব। নেইমারকে দলে ভিড়িয়ে অ-ইউরোপীয় ক্লাবগুলোর মধ্যে স্কায়াড ঘোচানোর খরচে শীর্ষে বিশে উঠেছে আল হিলাল।

সৌদি ক্লাবটির অবস্থান ১৮ নম্বরে। ইউরোপের বাইরে শীর্ষ বিশে থাকা একমাত্র ক্লাবও তারা। আল হিলালের বর্তমান স্কোয়াডের মূল্য ৩৮ কোটি ২০ লাখ ইউরো, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৪ হাজার ৫৩০ কোটি টাকা। এই তথ্য প্রকাশ করেছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ-সিআইইএস।

বর্তমান স্কোয়াড পর্যালোচনার পর দলবদলের খরচে বিশ্বের শীর্ষ ১০০টি ক্লাবের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। সেই তালিকায় দেখা যায়, বার্সেলোনা, এসি মিলান, ইন্টার মিলান, আয়াক্স, বরুসিয়া ডর্টমুন্ডের মতো ইউরোপীয় পরাশক্তিদের চেয়েও দাম বেশি আল হিলাল স্কোয়াডের।

লিওনেল মেসির পর সার্জিও বুসকেতস, জর্দি আলবার মতো তারকাদের কিনলেও শীর্ষ ১০০ ক্লাবের মধ্যে নেই ইন্টার মায়ামি। অ-ইউরোপীয় ক্লাবগুলোর মধ্যে আল হিলাল ছাড়াও সৌদির আরও তিন ক্লাব প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এই তালিকায়। মাহরেজ-ফিরমিনোর আল আহলি, মানে-রোনালদোর আল নাসের ও কান্তে-বেনজেমার আল ইত্তিহাদ।

সর্বশেষ দলবদলে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করেছে ম্যানচেস্টার ইউনাইডেট। এতে সবাইকে ছাড়িয়ে গেছে ইংলিশ ক্লাবটি। রেড ডেভিলদের বর্তমান স্কোয়াডের দাম ১১৫ কোটি ইউরো বা ১৩ হাজার ৬৪০ কোটি টাকা। স্কোয়াড গড়তে শতকোটি ইউরো খরচ করেছে চেলসি, ম্যানচেস্টার সিটি ও পিএসজি।

শীর্ষ ১০টির মধ্যে আটটিই ইংলিশ ক্লাব। ম্যানইউ, চেলসি, ম্যানসিটির পর এই তালিকায় আছে আর্সেনাল, টটেনহাম, লিভারপুল, নিউক্যাসল ও ওয়েস্ট হাম। ইংল্যান্ডের বাইরে শীর্ষ দশে থাকা দুটি ক্লাব হচ্ছে ফ্রান্সের পিএসজি ও স্পেনের রিয়াল মাদ্রিদ।

মহামারি করোনার সময় থেকে আর্থিক সংকটে পড়া বার্সেলোনা আছে ১৯ নম্বরে। কাতালানদের বর্তমান স্কোয়াডের মূল্য ৩৭ কোটি ৫০ লাখ ইউরো বা ৪ হাজার ৪৪৭ কোটি টাকা। এক ডিফেন্ডারকে কিনতে বার্সার স্কোয়াড মূল্যের চেয়ে বেশি করেছে শীর্ষে থাকা ম্যানইউ।

শীর্ষ ১০০তে জায়গা করে নিয়েছে বিশ্বের ১৯ দেশের ক্লাব। এর মধ্যে সর্বোচ্চ ১৯টি ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগের। নবাগত লুটন টাউনের জায়গা হয়নি এই তালিকায়। ১৫ ক্লাব নিয়ে এই তালিকার দুইয়ে ইতালিয়ান সিরি আ। আর ১২ ক্লাব নিয়ে স্প্যানিশ লা লিগা রয়েছে তৃতীয়ে।

Sharing is caring!