বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল
২৩ এপ্রি ২০২৩, ০৯:৪১ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল
লা লিগায় শিরোপার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে বার্সেলোনা। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে শিরোপা ধরে রাখতে হলে শুধু নিজেদের কাজটা করলেই হবে না, সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে কাতালান ক্লাবটির দিকেও। তবে আপাতত সেল্তা ভিগোকে হারিয়ে লিগ টেবিলে বার্সার সঙ্গে ব্যবধান কমাল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা আজ (রোববার) রাতে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারাতে পারলে ব্যবধানটা আরও বাড়ানোর সুযোগ পাবে।
শনিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাবুয়ে অ্যাসেনসিও এবং মিলিতাওয়ের গোলে ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। গোল না পেলেও দারুণ খেলেছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
এদিন শুরু থেকে আক্রমণের পসরা সাজালেও প্রতিপক্ষের জালভেদ করতে পারছিলেন না করিম বেনজেমারা। ম্যাচের নবম মিনিটে দারুণভাবে বল নিয়ে ঢুকে পড়েন ভিনিসিয়ুস। তবে সেল্তা ডি-বক্সে গিয়ে আটকে যায় ভিনির সে প্রচেষ্টা। এরপর ২১তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বেনজেমা। ২৭তম মিনিটে নাচো ফার্নান্দেসের শটও বিফলে যায়।
প্রথমার্ধের খেলার শেষ দিকে সাফল্য পায় লস ব্লাঙ্কোসরা। দানি সেবায়োসের পাস ধরে ভিনিসিয়ুস বাড়িয়ে দেন অ্যাসেনসিওর উদ্দেশে। আর ছুটে এসে দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন এই স্প্যানিশ তারকা। ম্যাচে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশ জায়ান্টসরা। দ্বিতীয় গোলেও অবদান রাখেন অ্যাসেনসিও। তার কর্নারে ডি-বক্সে অনেকটা লাফিয়ে হেডে গোলটি করেন মিলিতাও। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার পাল্টা আক্রমণ চালালেও বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়ার বিশ্বস্ত কিপিংয়ে আটকে যায় ভিগোর সেই প্রচেষ্টা।