বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

Daily Ajker Sylhet

admin

২১ নভে ২০২৩, ০১:০২ অপরাহ্ণ


বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

স্টাফ রিপোর্টার:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় পর পর দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। যদিও মির্জা আব্বাস বেশ কিছু দিন ধরে কারাগারে রয়েছেন।

তার স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী এসে মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে পর পর দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল সম্পূর্ণ অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

দিদার জানান, ককটেল বিস্ফোরণের মুহূর্তের মধ্যে মির্জা আব্বাসের বাসায় অবস্থান করা নিরাপত্তা কর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেলটি নিরাপদে চলে যায়। এ সময় নিরাপত্তা কর্মীরা বাসার গেটের সামনে গিয়ে ইউনিফর্ম পরা ৬/৮ জন পুলিশকে বহন করা ৩/৪টি মোটরসাইকেল অবস্থান করতে দেখেন।

মির্জা আব্বাসের বাসার নিরাপত্তা কর্মীরা জানান, এ সময় মোটরসাইকেল আরোহী এবং ককটেল নিক্ষেপের ঘটনাটি পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ কোনো সদুত্তর না দিয়ে উলটো ককটেল নিক্ষেপকারী আরোহীসহ মোটরসাইকেলটিকে স্কট দিয়ে নিয়ে যায়।

Sharing is caring!