Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

admin

প্রকাশ: ০৯ জুন ২০২৪ | ১১:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ জুন ২০২৪ | ১১:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Manual6 Ad Code

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামের বাংলাদেশ-ভারতের ২০৬৫ (৮এস) নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

বুড়িচং থানার ডিউটি অফিসার মো. জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

আনোয়ার উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ভারত থেকে চোরাই পথে আনা চিনি বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন।

Manual2 Ad Code

৬০ বিজিবির অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, সকালে আনোয়ার ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। ওই সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

Sharing is caring!

শেয়ার করুন