Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিচারককে নিয়ে অবমাননাকর মন্তব্যে পৌর মেয়রকে তলব

admin

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ০৫:৫৭ অপরাহ্ণ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ | ০৫:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
বিচারককে নিয়ে অবমাননাকর মন্তব্যে পৌর মেয়রকে তলব

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিচারককে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় দিনাজপুরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে তলব করছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (১৭ আগস্ট) আপিল বিভাগের এক নির্দেশে ২৪ আগস্ট সকাল ৯টায় তাকে আদলতে হাজির নির্দেশ দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

বিএনপির স্থানীয় এই নেতার বিরুদ্ধে বিচারপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় কেন তাকে শাস্তি দেওয়া হবে না তা জানতে চেয়ে আদালত অবমাননার নোটিশও জারি করেছে সুপ্রিম কোর্ট।

Manual5 Ad Code

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ চার আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে এ আদেশ দেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে একটি ইউটিউব চ্যানেলে জাহাঙ্গীর আলম একটি মন্তব্য করেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে চার আইনজীবী তার বিরুদ্ধে বিচারপতি অবমাননার আবেদন জমা দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন শাহ মঞ্জুরুল হক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

Manual8 Ad Code

জাহাঙ্গীরের মন্তব্যসহ ভিডিওটি সরিয়ে ফেলার জন্য সুপ্রিম কোর্ট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে অবিলম্বে ইন্টারনেট প্ল্যাটফর্ম থেকে নির্দেশ দিয়েছেন।

Manual8 Ad Code

শেয়ার করুন