বিদেশিরা ভালো নির্বাচন দেখতে চায়, এটা অন্যায় নয়: সিইসি

Daily Ajker Sylhet

admin

৩১ ডিসে ২০২৩, ১২:২৮ অপরাহ্ণ


বিদেশিরা ভালো নির্বাচন দেখতে চায়, এটা অন্যায় নয়: সিইসি

স্টাফ রিপোর্টার:
বিদেশিরা ভালো নির্বাচন দেখতে চায়, এটা অন্যায় নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এতে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু করার নির্দেশনা দেন সিইসি।

অনুষ্ঠানে রাজনীতিতে নির্বাচন নিয়ে বিতর্ক আছে জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। এই নির্বাচন ঘিরে বিতর্ক চলছে।’

নির্বাচনে সহায়তা করতে সরকার সাংবিধানিকভাবে বাধ্য উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য পরিবেশ অনুকূলে রাখতে হবে।’

সিইসি আরও বলেন, ‘ভোটার যদি জানে কেন্দ্র দখল হয়ে গেছে, তাহলে তারা ভোট প্রত্যাখ্যান করবে।’

এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকা ইসি আনিছুর রহমান এ সময় যোগ করেন, ‘নির্বাচন যেকোনো মূল্যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হতে হবে।’

Sharing is caring!