বিয়ানীবাজারের যুবক মারজান রহস্যজনক ভাবে নিখোঁজ

Daily Ajker Sylhet

admin

৩০ জানু ২০২৫, ০১:০৬ অপরাহ্ণ


বিয়ানীবাজারের যুবক মারজান রহস্যজনক ভাবে নিখোঁজ

বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারের ছাত্তার মার্কেটের মোবাইল ব্যবসায়ী মারজান হক রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছেন। গতকাল সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সদস্যরা তার সাথে কোনো যোগাযোগ করতে পারছেন না।

নিখোঁজের কয়েক ঘণ্টা পর তার ব্যবহৃত গাড়িটি চানগ্রাম যাত্রী ছাউনির কাছে পড়ে থাকতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ির অবস্থা দেখে ধারণা করা হচ্ছে যে, এটি পরিকল্পিত অপহরণের ঘটনা হতে পারে। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এ ঘটনায় পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের আহ্বান জানিয়েছেন।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার কোনো সন্ধান পেয়ে থাকেন, অনুগ্রহ করে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো— 01831524487, 01742430956।

Sharing is caring!