বিয়ানীবাজারে তরুণী ধর্ষণ মামলার একমাত্র আসামী গ্রেফতার

Daily Ajker Sylhet

admin

০৬ জানু ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ


বিয়ানীবাজারে তরুণী ধর্ষণ মামলার একমাত্র আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে তরুণী ধর্ষণ মামলার একমাত্র আসামী জাকির হোসেন (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গ্রেফতার আসামী সিএনজি অটোরিক্সা চালক বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, সিএনজি অটোরিক্সা করে যাতায়াতের একপর্যায়ে ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন জাকির। পরবর্তীতে সে বিবাহিত জানতে পেরে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটান তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে জাকির ওই তরুণীকে নানাভাবে হুমকি-ধামকি দিতে থাকে। গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় ওই তরুণীর বাড়িতে কেউ না থাকার গোপন সংবাদ পেয়ে সে তাদের বাড়িতে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ওই তরুণী প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়।

সেখান থেকে চিকিৎসা নিয়ে থানায় এসে নিজেই মামলা দায়ের করেন ওই তরুণী।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, ধর্ষণের মামলা রুজু করে গ্রেফতার আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!