Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় তরুণ নিহত ১ ট্রাক চালক আটক ১

admin

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪ | ০৬:১৪ অপরাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৪ | ০৬:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় তরুণ নিহত ১ ট্রাক চালক আটক ১

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার-বারইগ্রাম সড়কের জলঢুপ এলাকায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহি এক তরুণ নিহত হয়েছেন। এমরান আহমদ (২৪) নামের ওই তরুণ বড়লেখা উপজেলার কাটালতলী এলাকার খলাগ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি মোটর সাইকেলযোগে বিয়ানীবাজার থেকে নিজ বাড়ি বড়লেখা ফিরছিলেন।

Manual4 Ad Code

সোমবার বিকাল ৪টার দিকে জলঢুপ-কিছমত এলাকায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

পুলিশ ঘাতক ট্রাকসহ (চট্র-ট-১১-৯৬৯৫) চালক মো: হাসান (৩৫) কে আটক করেছে। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে। তবে তিনি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় বসবাস করেন।

Manual2 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, ঘাতক ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহত তরুণের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

শেয়ার করুন