Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে স্মার্ট কার্ড বিতরণে বিশৃংখলা, মারামারি

admin

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ০৮:০৪ অপরাহ্ণ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ০৮:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে স্মার্ট কার্ড বিতরণে বিশৃংখলা, মারামারি

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলাজুড়ে স্মার্ট কার্ড বিতরণে বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একাধিক ইউনিয়নে মারামারি-সংঘর্ষের ঘটনাও ঘটছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ে দু’পক্ষের মারামারির ঘটনায় ইউপি সদস্যসহ অন্তত: ৬ জন আহত হয়েছেন।

জানা যায়, সারাদেশের ন্যায় বিয়ানীবাজারেও নির্বাচন অফিসের আওতায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বর্তমানে শেওলা ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে সেখানকার বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ে সিরিয়াল ভঙ্গ করে স্মার্ট কার্ড বিতরণ করা হলে এক পক্ষ আপত্তি জানায়। এতে বালিঙ্গা গ্রামের কিছু উশৃংখল লোক চারাবই গ্রামের লোকজনের উপর হামলা করে। হামলায় স্থানীয় ইউপি সদস্যসহ অন্তত: ৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Manual4 Ad Code

সোমবার একই ইউনিয়নর দিগলবাক এলাকায় একই ধরনের বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি হয়।

গত রবিবার দুবাগ ইউনিয়নেও দু’পক্ষ স্মার্ট কার্ড বিতরণ নিয়ে হাতাহাতিতে লিপ্ত হয়।

Manual7 Ad Code

বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা অসীম চন্দ্র দাস জ্যোতি জানান, এলাকার লোকজন নিয়ম না মেনে যখন-তখন এসে কার্ড নিয়ে যেতে চান। এতে বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি হয়। তিনি এই অবস্থার জন্য জনপ্রতিনিধিদের দায়ী করেন।

Manual4 Ad Code

এদিকে জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও তার দপ্তরের কর্মচারীদের দূর্নীতির কারণে সর্বত্র মানুষ হয়রানির শিকার হচ্ছে।

Manual1 Ad Code

শেয়ার করুন