বিয়ানীবাজার উপজেলা নির্বাচন: কী করবেন ফয়জুল, রেজা

Daily Ajker Sylhet

admin

১৬ এপ্রি ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ণ


বিয়ানীবাজার উপজেলা নির্বাচন: কী করবেন ফয়জুল, রেজা

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতার জন্য কৌশলী প্রচারণা শুরু করেছিলেন জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম ও বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা। গত রমজান ও ঈদুল ফিতরকে উপলক্ষ করে তলে-তলে ব্যাপক গণসংযোগ করেন তারা। কিন্তু আসন্ন উপজেলা নির্বাচনে তাদের রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত নির্বাচন বর্জনের কঠোর ঘোষণা দিয়েছে। গত ২-১দিন থেকে বিষয়টি সর্বত্র প্রচার হলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি এই দুই সম্ভাব্য প্রার্থীও চুপসে গেছেন।

সূত্র জানায়, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা এর আগে কখনো কোন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেননি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মী এবং নিষ্ক্রিয় হয়ে পড়া সাধারণ কর্মীদের ফের উজ্জীবিত করার চেষ্টা শুরু করেন। বাড়ি-বাড়ি, গ্রামে-গ্রামে গিয়ে গণসংযোগ করতে থাকেন। দলের মধ্যে বেশ আলোচিত হচ্ছিল তার নাম। যদিও বিএনপির হাইকমান্ড শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে বেঁকে বসে। শৃংখলা ভঙ্গ করে কেউ নির্বাচন করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। এডভোকেট আহমদ রেজা বলেন, দলের মনোভাবের উপর নির্ভর করবে আমার নির্বাচনের ইচ্ছা। দল ছাড় দিলে নির্বাচন করবো না দিলে নেই।

এদিকে জামায়াতে ইসলামির আমীর মাওলানা ফয়জুল ইসলাম এর আগে চেয়ারম্যান পদে নির্বাচন করে অল্প ভোটে হেরে যান। আসন্ন নির্বাচনে দলীয়ভাবে জামায়াত থেকে তার নাম ঘোষণা করা হলে ব্যাপক তৎপরতা শুরু করেন তিনি। ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে প্রচারণা শুরু করে বেশ আলোচনায় আসেন ফয়জুল ইসলাম। কিন্তু হঠাৎ করে দলীয় সিদ্ধান্তে তার মনোবলেও ভাটা পড়ে। বিয়ানীবাজার জামায়াতে ইসলামী বিগত দিনে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও প্রার্থী দেয়। তবে এবার তারা কেবল চেয়ারম্যান পদে মাওলানা ফয়জুলের নাম ঘোষণা করে। জামায়াতে ইসলামির আমীর মাওলানা ফয়জুল ইসলাম বলেন, আমরা একটা রাজনৈতিক দল করি। দলের বাইরে আমাদের আলাদা করে কিছু বলার নেই।

Sharing is caring!