বিয়ানীবাজার থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট

Daily Ajker Sylhet

admin

০৭ মে ২০২৩, ০৭:৪৪ অপরাহ্ণ


বিয়ানীবাজার থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট

স্টাফ রিপোর্টার:
জননিরাপত্তায় তৎপরতা বাড়ানোর ফলে বিয়ানীবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তর উত্তর উন্নতি ঘটছে। দু’একটি বিচ্ছিনন ঘটনার কারণে বিগত বছরে বেশ চাপে ছিল পুলিশ। ঘটনাগুলোর সাথে জড়িতদের গ্রেফতারে শতভাগ সফল হতে না পারলেও তাৎক্ষনিক ঘটনা নিয়ন্ত্রন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় মোটামোটি নিয়ন্ত্রণে ছিল আইন শৃঙ্খলা। বিগত বছরের শুরু দিকে বিরোধী রাজনৈতিক দলের দীর্ঘমেয়াদী হরতাল-অবরোধ থাকায় দৃশ্যমান পরিস্থিতি শান্ত রাখার কাজেই সময় বেশি ব্যয় করতে হয়েছে তাদের। তারপরও মদ, জোয়া, চোরি ডাকাতিরোধে ব্যাপক সফলতা পেয়েছে পুলিশ। তথ্যমতে চলিত বছরে রেকর্ড সংখ্যাক মাদক ব্যবসায়ী, মোটর সাইকেল চোর চক্রের সদস্য, ডাকাতি ও নারী নির্যাতন মামলার দুধর্ষ ক্যাডারদের আটক করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত বেশ কয়েকজনকেও খাঁচায় ঢোকাতে সক্ষম হয়েছে তারা। থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম পিপিএম যোগ দেয়ার পর থেকে অপরাধ দমন বিশেষ করে মাদকের সাথে জড়িতদের দমনে কঠোরতা বাড়ানো হয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে। চলিত বছরের প্রথম থেকে অপরাধী বেশি ধরা পড়েছে। অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স, নীতি থাকায় ভয়ে অনেক মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতরা আত্মগোপনে চলে গেছে।

বিভিন্ন মামলা ও অপরাধী হিসেবে পুলিশের তালিকায় নাম থাকা আত্মগোপনকারীদেরকেও আটকে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। চলিত বছরে শুরু থেকে আইন শৃঙ্খলার উল্লেখ্যযোগ্য উন্নতি হচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ। পুলিশ প্রশাসনের জিরো টলারেন্স নীতি অবিকল থাকায় নতুন বছরে অপরাধের মাত্রা তূলনামূলক কমে এসেছে। রাজনৈতিক সংঘাত সহিংসতা নেই বললেই চলে। পুলিশের কাছে আসা সামাজিক বিরোধগুলোও মামলা হিসেবে গ্রহণ না করে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সমাধানের যথাসাদ্য চেষ্টা করে আসছে পুলিশ। পুলিশের এ ধরনের উদ্যোগে ভালো চুখে দেখছেন সর্বশ্রেনীর মানুষেরা। বিয়ানীবাজার থানার এস.আই আবির মুর্শেদ দুবাগ ও চারখাই এলাকা থেকে গত কয়েক মাসে কযেক লক্ষ টাকার মাদক দ্রব্য উদ্ধার করেছেন। সার্বিক বিষয়ে থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপি এম বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের জান মালের নিরাপত্তা দেয়া পুলিশের দায়িত্ব।

 

যারা অপরাধের সাথে জড়িত পুলিশ তাদেরকে গ্রেফতার করে আইনে সোপর্দ করতে অঙ্গীকারবদ্ধ। বিয়ানীবাজার থানা পুলিশ সবার সহযোগিতায় আইন শৃঙ্খলা শান্ত ও -স্বাভাবিক রাখতে চেষ্টা অব্যাহত রাখবে।
উল্লেখ যে, বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বিগত সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে রাষ্ট্রপ্রতির পদক গ্রহণ করেন।

Sharing is caring!