বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Daily Ajker Sylhet

admin

০৭ মে ২০২৩, ০৪:১৭ অপরাহ্ণ


বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্ররণ করা হয়েছে।

সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলায় সংঘটিত সঙ্গবদ্ধ অপরাধ, ডাকাতি, মাদকদ্রব্য উদ্ধার, খুন, ধর্ষণ ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ সিলেট সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ০৭ মে ২০২৩ খ্রিঃ তারিখ রাতে বিয়ানীবাজার থানার এসআই অঞ্জন কুমার দেব সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে বিয়ানীবাজার থানাধীন কুড়ারবাজার ইউনিয়নের অন্তর্গত বৈরাগীবাজার বাজার থেকে ২০১৮ সালে জকিগঞ্জ থানায় রজু হওয়া একটি মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী মো: তৌহিদ আলী, পিতা: নিজাম উদ্দিন, সাং: গড়রবন্দ, ইউপি: কুড়ারবাজার, থানা-বিয়ানীবাজারকে গ্রেফতার করেন। পরবর্তীতে তাকে ওয়ারেন্টমূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Sharing is caring!