বিয়ানীবাজার মাঠে তাফসির মাহফিলের অনুমতি পায়নি হেফাজতপন্থিরা
১৯ ডিসে ২০২৩, ০৭:২৩ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাফসির মাহফিল আয়োজনে বাধার কবলে পড়েছেন হেফাজতে ইসলাম পন্থিরা। তারা হিজবে এলাহি নাম দিয়ে গত ২৮ বছর থেকে একইস্থানে ধারাবাহিকভাবে তাফসির মাহফিল করে আসছিলেন। তবে ২-৩ বার ভিন্নস্থানে এই মাহফিল আয়োজন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসকের লিখিত অনুমতি ছাড়া মাহফিল আয়োজনে আপত্তি জানায়। এরপর স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন দপ্তরে ঘুরেও তারা মাহফিলের লিখিত অনুমতি গ্রহণ করতে পারেননি।
সূত্র জানায়, পৌরশহরের এই মাঠে গত ৪-৫দিন থেকে মঞ্চ তৈরীর কাজ শুরু করে তাফসির মাহফিল আয়োজনকারী কর্তৃপক্ষ হিজবে এলাহি। আগামী ২০ ডিসেম্বর থেকে ৩ দিনব্যাপী এই মাহফিল আয়োজনের প্রায় সব প্রক্রিয়া শেষ হওয়ার পর হঠাৎ বেঁকে বসে বিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জেলা প্রশাসকের কাছ থেকে মাহফিল আয়োজনের অনুমতি সংক্রান্ত লিখিত পত্র প্রদর্শনের দাবী জানায়। তাৎক্ষনিক আয়োজকরা জেলা প্রশাসকের কার্যালয়ে গেলেও তাকে পাননি। একপর্যায়ে মঙ্গলবার হিজবে এলাহির ১২জন কর্মকর্তা স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলমে নাহিদের বাসায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন। কিন্তু তিনিও নির্বাচনের কথা বলে তাদের ফিরিয়ে দেন।
হিজবে এলাহি বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল ইসলাম জানান, জেলা প্রশাসক আমাদেরকে মৌখিক অনুমতি দেয়ায় তাফসির মাহফিল আয়োজনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু হঠাৎ করে বিদ্যালয় কর্তৃপক্ষ কেন লিখিত অনুমতি চেয়েছে তা বোধগম্য হচ্ছেনা।
সূত্র জানায়, হিজবে এলাহি নামীয় সংগঠনে সাধারণত জমিয়তে উলামায়ে ইসলামসহ কওমী পন্থি আলেমরা জড়িত। এদের বেশীরভাগ আবার হেফাজতে ইসলামের সমর্থক। হিজবে এলাহির সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল ইসলাম হেফাজতে ইসলামের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।
এদিকে কওমী পন্থি সাধারন আলেমদের অভিযোগ, নির্বাচনের দোহাই দিয়ে বিরোধীয় একটি পক্ষ তাফসির মাহফিল আয়োজনে বাধা সৃষ্টি করেছে। তাদের অনেকে এজন্য প্রয়াত আলেম ফুলতলী অনুসারীদের দায়ী করেছেন।
এ বিষয়ে পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি (পিএইচজি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন বলেন, আয়োজকরা লিখিত অনুমতি না দেয়ায় আপত্তি জানানো হয়েছে। তবে অন্যান্যবার মাহফিল আয়োজনে লিখিত অনুমতি নেয়া হয়নি বলে স্বীকার করেন তিনি।