Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে যেসব রেকর্ড গড়ার অপেক্ষায় বাবর

admin

প্রকাশ: ২১ মে ২০২৪ | ১১:১৩ পূর্বাহ্ণ | আপডেট: ২১ মে ২০২৪ | ১১:১৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিশ্বকাপের আগে যেসব রেকর্ড গড়ার অপেক্ষায় বাবর

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
গেল আয়ারল্যান্ড সিরিজে বেশ কিছু রেকর্ড গড়েছিলেন বাবর আজম। তিন ম্যাচের ওই-টোয়েন্টি সিরিজে ৫০ বা ৫০+ রানের ইনিংস খেলায় বিরাট কোহলিকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড করেন পাকিস্তান অধিনায়ক। এই ফরম্যাটের ক্রিকেটে সর্বোচ্চ ৩৯টি ৫০ বা ৫০+ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেওয়ায় ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চের রেকর্ড ভেঙে দেন বাবর।

Manual6 Ad Code

ক্রিকেট পাকিস্তান বলছে, এবার ইংল্যান্ড সিরিজেও বেশ কিছু রেকর্ড গড়ার অপেক্ষা করছেন বাবর। এই সিরিজে নিজের সাফল্যের মুকুটে আরও তিনটি দামি পালক যুক্ত করতে পারেন ডানহাতি এই ব্যাটার।

প্রথমত, চার ম্যাচের এই সিরিজে যদি ৪৫ রান করতে পারেন, তাহলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারবেন বাবর। আর এটি করতে পারলেই পাকিস্তান ক্রিকেটে নতুন ইতিহাস লেখা হবে তার। কারণ, দেশটির টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত কেউ ৪ হাজার রান করতে পারেননি।

বর্তমান টি-টোয়েন্টি ফরম্যাটে বাবরের রান ৩ হাজার ৯৫৫। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে আছেন বাবর। ৪ হাজার ৩৭ রান নিয়ে শীর্ষে আছেন কোহলি। বাবর যদি পুরো সিরিজে মাত্র ৮২ রান করতে পারেন, তাহলে কোহলিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন তিনি।

Manual6 Ad Code

এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জাতীয় দলের অধিনায়ক হিসেবে বাবরের ঝুলিতে আছে ২ হাজার ৪৫২ রান। আর মাত্র ৪৮ রান করতে পারলেই প্রথম কোনো অধিনায়ক হিসেবে আড়াই হাজার রানের মাইলফলকে পৌঁছে যাবেন বাবর। অর্থাৎ এক সিরিজে নতুন ৩টি রেকর্ড গড়তে পারেন তিনি।

Manual4 Ad Code

ইংল্যান্ডের বিপক্ষে আগামীকাল বুধবার সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে পাকিস্তান। বাকি ম্যাচগুলো হবে আগামী ২৫, ২৮ ও ৩০ মে।

Manual7 Ad Code

শেয়ার করুন