বিশ্বকাপে সাকিবদের লক্ষ্য এখন ভিন্ন

Daily Ajker Sylhet

admin

২৫ অক্টো ২০২৩, ১২:৩৫ অপরাহ্ণ


বিশ্বকাপে সাকিবদের লক্ষ্য এখন ভিন্ন

স্টাফ রিপোর্টার:
চলমান ভারত বিশ্বকাপে সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে এসেছিল বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারে সেমিফাইনালে খেলা কঠিন হয়ে পড়েছে। টানা হারের পর অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন এবার ভিন্ন লক্ষ্যের কথা। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর পর টানা চার হার বাংলাদেশের।

তবে এখনও সব শেষ নয়– সেটিও মনে করিয়ে দিলেন সাকিব। অবশ্য এখন আর তিনি সেমিফাইনালের আশা করছেন না। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টের আরও অনেক সময় বাকি আছে, যেকোনো কিছু হতে পারে। অনেক কিছু শেখার আছে, অনেক খেলা বাকি আছে। আমরা সেমিফাইনালে যেতে না পারলেও পাঁচ-ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করতে চাই। আশা করি আমরা আরও শক্তিশালী হয়ে ফিরবো।’

ম্যাচ হারের জন্য ইনিংসের শেষদিকে বাজে বোলিংকে দায়ী করেছেন সাকিব। একইসঙ্গে তিনি প্রশংসা করেছেন ডি কক ও ক্লাসেনের। তিনি বলেন, ‘আমরা প্রথম ২৫ ওভারে ভালো বোলিং করেছি। তিন উইকেট পাওয়ার পাশাপাশি ওভারপ্রতি ৫ রান করে ছিল তাদের। তারপরই আমরা ম্যাচ থেকে ছিটকে গেলাম। ডি কক অনেক ভালো করেছে, আর ক্লাসেন যেভাবে ম্যাচ শেষ করেছে এটার উত্তর আমার কাছে জানা নেই। এমন মাঠে এটা হওয়া স্বাভাবিক, তবে আমাদের বোলিংয়ে আরও ভালো করা উচিত ছিল। শেষ ১০ ওভারেই আমরা ম্যাচ হেরে গেছি।

Sharing is caring!