Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাটার তাসকিনে আস্থা ছিল হৃদয়ের

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪ | ১১:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৪ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
ব্যাটার তাসকিনে আস্থা ছিল হৃদয়ের

Manual6 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ১৮৯ রানেই ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন তাওহীদ হৃদয়। এ সময় তাকে যোগ্য সঙ্গ দেন লেজের সারির দুই ব্যাটার তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। মূলত এই দুজন পেসার হলেও তাদের ব্যাটিং সামর্থ্য সম্পর্কে জানতেন হৃদয়।

Manual7 Ad Code

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আমি যখন ব্যাটিং করছিলাম তখন আমার মাথায় ছিল (মেহেদী হাসান) মিরাজ ভাইয়ের পরেও সাকিব ভালো ব্যাটিং করে, তাসকিন ভাই ভালো ব্যাটিং করে। এমনকি তাইজুল (ইসলাম) ভাই, শরিফুল (ইসলাম) তারাও ভালো ব্যাটিং করে। আমার তাদের উপর আত্মবিশ্বাস ছিল যে তারা শেষ পর্যন্ত যারা আছে তাদের নিয়েই আমি খেলব। দলের জন্য যতটুকু ক্যারি করতে পারি।’

হৃদয় আরও জানান, ‘শেষ দিকে যারা আসে ব্যাটিংয়ে তাদের রান অনেক ইমপ্যাক্টফুল। তাসকিন ভাইয়ের রান, সাকিবের রান। দুজনের সাথেই ভালো জুটি হয়েছে। দলকে অনেক সাহস দেয় এই রানগুলো। সবসময় এটা দলের জন্য ভালো দিক।’

Manual8 Ad Code

‘আমি প্রথমত তাদের নিয়ে সেভাবে চিন্তা করি না যে তারা টেইলএন্ডার। আমি ভাবি যে, তারাও ব্যাটার। তাদের ভেতরে সেই সামর্থ্য আছে এবং তারা সেটা প্রমাণ করেছে। আমার তাদের উপর আত্মবিশ্বাস ছিল এবং সবসময়ই থাকবে। তারা অনেক ভালো ব্যাটিং করে। আমি তাদের বলেছিলাম যে তোমরা ইনটেন্ট রাখো মারার বল পেলে মেরে দেও। তাসকিন বলেছিল যে, আমি কি নতুন বলে সিঙ্গেল নিয়ে দিব কিনা। আমি বলেছি না এরকম কিছু না। মারার বল মেরে দেবে।’-আরো যোগ করেন তিনি।

Manual8 Ad Code

হৃদয় মনে করেন প্রতিদিন সবাই ভালো করবে না। যারা ভালো শুরু পাবে তাদের বড় ইনিংস খেলতে হবে। তিনি বলেন, ‘আসলে প্রতিদিন সবাই খেলবে না। তারা (বাকিরা) আগের ম্যাচে ভালো করেছে। উইকেট সবসময় ভালো ছিল। হ্যাঁ, তারা থাকলে খেলা অন্যরকম হত। প্রথম ম্যাচে সৌম্য (সরকার) ভাই, আমি রান করি নাই। আজকে আমরা যারা রান করেছি আমাদের দরকার ছিল যতটা আরও বড় করা যায়। আমি মনে করি যারা যেদিন খেলবে তারা যেন বড় ইনিংস খেলে।’

শেয়ার করুন