ভারতকে হারালে সাকিবদের সঙ্গে নৈশ ভোজে যাবেন পাকিস্তানি অভিনেত্রী

Daily Ajker Sylhet

admin

১৯ অক্টো ২০২৩, ০১:৩৭ অপরাহ্ণ


ভারতকে হারালে সাকিবদের সঙ্গে নৈশ ভোজে যাবেন পাকিস্তানি অভিনেত্রী

অনলাইন ডেস্ক:
বিশ্বকাপে ভারতের বিপক্ষে এখনো জয়ের খাতা খুলতে পারেনি পাকিস্তান। গত শনিবার চলতি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচেও পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছেন রোহিত শর্মারা। এমন জয়ের পর আকাশে উড়ছে ভারত। তবে পাকিস্তানি অভিনেত্রী সেহের শিনওয়ারি মনে করেন, পাকিস্তানের হারের প্রতিশোধ নেবে বাংলাদেশ, ভারতের মাটিতেই তাদের নিচে নামিয়ে আনবে টাইগাররা।

আর যদি ভারতকে হারাতে পারেন সাকিবরা, তাহলে ঢাকায় এসে টাইগারদের সঙ্গে নৈশ ভোজে যাবেন এই অভিনেত্রী।

আজ বৃহস্পতিবার পুনেতে ভারতের বিপক্ষ মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ১৫ অক্টোবর মাইক্রো ব্লগিং সাইট ‘এক্সে’ (সাবেক টুইটার) এসে এমন ইচ্ছা প্রকাশ করেন শিনওয়ারি। তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, আমার বাংলাদেশি বন্ধুরা প্রতিশোধ নেবে।

বাংলাদেশ যদি ভারতকে এই ম্যাচে হারিয়ে দেয়, তাহলে আমি ঢাকায় যাব। সেখানে গিয়ে বাংলাদেশি ছেলেদের সঙ্গে নৈশ ভোজে মাছ খাব।’

নৈশ ভোজে যাওয়ার ঘোষণা দিয়েই থেমে থাকেননি শিনওয়ারি। বাংলাদেশের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি।
১৮ অক্টোবর রাতে আরো এক পোস্টে ‘জয় বাংলা’ লিখে একটি জয়সূচক ইমোজি দিয়েছেন সেহার। যেখানে বাংলাদেশের পতাকার ইমোজিও ছিল।

সেহারের জন্ম পাকিস্তানের হায়দরাবাদে। ২০১৪ সালে কমেডি ধারাবাহিক ‘সইর সওয়া সইর’-এ অভিনয়ের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সেহারের। ২০১৫ সালে টেলিভিশনে মর্নিং শো করতেন সেহার।
সেই শো বিপুল জনপ্রিয়তা পায়। ওই শোয়ের হাত ধরেই ঘরে ঘরে পরিচিতি পান এই অভিনেত্রী।

Sharing is caring!