মধ্যনগর থানা পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি
২৫ অক্টো ২০২৩, ০৬:০৯ অপরাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জর মধ্যনগর থানা পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম।
বুধবার বিকালে সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ এহসান শাহ রেঞ্জ ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান বিপিএমকে ফুলের তোড়া দিয়ে মধ্যনগর থানায় শুভেচ্ছা জানান।
এ সময় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেনের নেতৃত্বে একটি সজ্জিত দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন।
সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান বিপিএম মধ্যনগর থানা কম্পাউন্ড, বিভিন্ন সেবা ডেস্ক, দাপ্তরিক নথিপত্র পরিদর্শন এবং সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ পুলিশ সুপার মো. এহসান শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মধ্যনগর থানা পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সৌজন্যমূলক মতবিনিময় করেন ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম।
উপস্থিত ছিলেন- মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, চামরদানী ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নুরনবী তালুকদার, মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ প্রমূখ।