Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদের ব্যাটারি চুরি তার নেশা : সুনামগঞ্জে এসে হাতেনাতে ধরা

admin

প্রকাশ: ২৯ মে ২০২৫ | ১১:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ মে ২০২৫ | ১১:০৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
মসজিদের ব্যাটারি চুরি তার নেশা : সুনামগঞ্জে এসে হাতেনাতে ধরা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের অভিযানে চুরি মামলার ১ জন আসামী গ্রেফতার ও চুরি হওয়া ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। গত ২৭ মে মঙ্গলবার মধ্যনগর থানাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের আন্তরপুর ও রাজেন্দ্রপুর গ্রামের মসজিদের ব্যাটারি চুর করার সময় স্থানীয় জনতা তাকে আটকে রাখে। পরে থানায় খবর দিলে এসআই মাহিনুর ঘটনা স্থলে গিয়ে মোঃ লুৎফরকে আটক করে ।

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার তারাকান্দী গ্রামের মৃত ফজলুর রহমান এর ছেলে মোঃ লুৎফর রহমান দির্ঘদিন ধরে বিভিন্ন মসজিদের ব্যাটারি চুরি করে আসছিলো। এ ঘটনায় ব্যাটারি চুরির ঘটনার ব্যাপারে মসজিদ কমিটির কোষাধক্ষ সাইকুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Manual1 Ad Code

পরে আসামীর দেওয়া তথ্যমতে নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এলাকার একটি বাসা থেকে চুরি যাওয়া ১টি ব্যাটারি উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

এ বিষয়ে এসআই বিকাশ সরকার বলেন, তদন্তকালে আরও জানা যায় উক্ত আসামী উল্লেখিত মসজিদ সহ আশেপাশের একাধিক মসজিদ থেকে মুসল্লি হিসাবে মসজিদে প্রবেশ করে দীর্ঘদিন যাবত মসজিদের ব্যাটারি চুরি করে আসছে।

শেয়ার করুন