Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মাথায় ঘোমটা, কপালে সিঁদুর দিয়ে নতুন রূপের রাশমিকা

admin

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ | ১১:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ | ১১:৩৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
মাথায় ঘোমটা, কপালে সিঁদুর দিয়ে নতুন রূপের রাশমিকা

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। এবার ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে ফার্স্টলুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেন অভিনেত্রী।

Manual2 Ad Code

মঙ্গলবার (২১ জানুয়ারি) ‘ছাভা’ ছবিতে রাশমিকার ফার্স্ট লুক প্রকাশ্যে আসে। সেখানেই মারাঠি রানি রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর এ ছবিতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। এর মধ্যেই অভিনেতার ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে।

Manual2 Ad Code

আগামী ১৪ ফেব্রুয়ারি শিবাজি সাওয়ান্তের ‘ছাভা’ উপন্যাসের গল্প অবলম্বনে নির্মিত ছাভা ছবিটি মুক্তি পাবে। পরিচালক লক্ষ্মণ উটেকরের এ ছবিতে পর্দায় প্রথমবার জুটি বেঁধেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী রাশমিকা মান্দানা। এই প্রথম কোনো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা।

সম্প্রতি ‘ছাভা’ ছবিটি সামাজিক মাধ্যমে ম্যাডক ফিল্মসের ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টারে দেখা গেছে, মারাঠি ট্র্যাডিশনাল শাড়িতে রয়েছেন রাশমিকা। মাথায় ঘোমটা, কপালে বড় লাল টিপ আর নাকে নথ। একটি ছবিতে হাসিমুখ এবং অপরটিতে গম্ভীর আগুনে দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন যশুবাই।

ছবির পোস্টার শেয়ার করে ম্যাডক ফিল্মস জানিয়েছে, ‘প্রত্যেক মহান রাজার নেপথ্যে থাকেন একজন শক্তিশালী রানি। অভিনেত্রী রাশমিকা মান্দাকাকে দেখা যাবে সেই যশুবাই রূপে, যিনি স্বরাজ্যের গর্ব।’

Manual7 Ad Code

শেয়ার করুন