মাধবপুরের ৪ যুবক গাঁজাসহ আটক

Daily Ajker Sylhet

admin

০৪ সেপ্টে ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ণ


মাধবপুরের ৪ যুবক গাঁজাসহ আটক

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরের ৪ যুবক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯৮ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।

(৩সেপ্টেম্বর) রোববার বেলা ১১টায় উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে আটক করা হয় তাদের।

আটককৃতরা হলো হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী (আলাবক্সপুর) এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মো. মাজহারুল ইসলাম ইমন (২৩), একই উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর (গন্ধবপুর) এলাকার শাহানুর রহমানের ছেলে মো. মশিউর আলম(২২), আহম্মদপুর (গন্ধবপুর) এলাকার আব্দুল আহাদের ছেলে স্বপন মিয়া (২৭) ও হরষপুর (সোয়াবই) এলাকার জোনাব আলীর ছেলে মো. মাজহারুল ইসলাম রাব্বি (২০)।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ জানান,রোববার সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টোল প্লাজার সামনে থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ আটক করা হয় তাদের। পরে প্রাইভেটকার ও মোটরসাইকেল তল্লাশি করে ৯৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Sharing is caring!