মাধবপুরে যাব জ্জীবন সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার
০৫ অক্টো ২০২৩, ০৬:০৭ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাধন সাওতাঁলকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এ এস আই জিয়াউর রহমান বৃহস্পতিবার ভোররাতে জগদীশপুর চা বাগান এলাকার লেবামারা নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা।
মামলার সূত্রে জানা গেছে, ২০০৬ সালে দাদনের টাকা নিয়ে ঝগড়া হয় জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ইউনুস মিয়ার সাথে। এক পর্যায়ে সাধন সাঁওতাল দাদন ব্যবসায়ী ইউনুছকে এলোপাথাড়ি আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় চা বাগানের মৃত বীরবল সাঁওতালের ছেলে সাধন সাওতাঁল (৪০) কে আসামি করে জি আর ২৬৮/০৬ হত্যা মামলা রুজু হয়েছিল।
ওই মামলার আদালত একমাত্র আসামী সাধন সাঁওতালকে যাবজ্জীবন সাঁজা ও ৫০ হাজার টাকা জরিমানা রায় ঘোষনা করে। রায় ঘোষনার পর দীর্ঘ কয়েক বছর পলাতক ছিল। আজ বৃহস্পতিবার ভোররাতে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম খাঁন জানিয়েছেন।