Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকপীর টিলায় যুবক খুন

admin

প্রকাশ: ০৬ জুন ২০২৪ | ০৩:৩৮ অপরাহ্ণ | আপডেট: ০৬ জুন ২০২৪ | ০৩:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
মানিকপীর টিলায় যুবক খুন

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের হযরত মানিকপীর (রহ.) কবরস্থানে এর যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তবে তাৎক্ষণিক সেই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের দুর্বৃত্তরা এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। নিহত যুবকের মরদেহের পাশে পাঠাও কুরিয়ারের কিছু সামগ্রী পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে সে ওই প্রতিষ্ঠানে কাজ করে।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ, পিপিএম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। সুরতহার প্রতিবেদন তৈরি করে মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে নিহত যুবক পাঠাও কুরিয়ারের কাজ করে। প্রতিষ্ঠানটিকে খবর দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আসলে পরিচয় শনাক্ত করা যাবে।

Manual5 Ad Code

শেয়ার করুন