মালদ্বীপে যুবলীগের কমিটি গঠন
১১ মার্চ ২০২৩, ০১:১০ অপরাহ্ণ
মালদ্বীপ প্রতিনিধি:
মালদ্বীপের রাজধানী মালের সাউথ কিং রেস্টুরেন্টে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে যুবলীগের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) মালদ্বীপের আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ রাসেল আহমেদ সাগরের সভাপতিত্বে ৫১ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এদিন সব নেতাকর্মীদের ভোটের মাধ্যমে সর্ব সম্মতিক্রমে সভাপতি হিসেবে মনোনীত হন মোহাম্মদ রাসেল আহমদ সাগর, সাধারণ সম্পাদক হিসেবে মো. বিল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ নাসির উদ্দিন।
নবাগত কমিটির ঘোষণার পরপরই সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাতের কামনায় এক মিনিট নীরবতা পালন করেন। এরপর সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক বেলায়েত আহমেদ সুমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
নবগঠিত কমিটির সভাপতি মো. রাসেল আহমেদ সাগর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটা নির্দেশনায় বাস্তবায়ন করার লক্ষ্যে মালদ্বীপ আওয়ামী যুবলীগ বদ্ধপরিকর।
কমিটির অন্যান্যরা সদস্যরা হলেন সহ-সভাপতি মীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শামীম পাটোয়ারী ও আওয়াল খান, সাংগঠনিক সম্পাদক নাসির, ফারুক খান জয়, কাওছার আহমেদ, দপ্তর সম্পাদক ইমন খান, অর্থ সম্পাদক কবির হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রশিদ মনির ধর্ম বিষয়ক বেলায়ত হোসেন সুমন, হোসেন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সজীব ওয়াজেদ শ্রম বিষয়ক সুমন মিয়া জয়নাল আবদীন, মুক্তিযুদ্ধ বিষয়ক সুজন, সালাউদ্দিন, ক্রীড়া বিষয়ক ইউনুস খান, জাহিদ রায়হান, আইন বিষয়ক ফয়েজ আহমেদ, সংস্কৃতি বিষয়ক কাউসার, সাইদুল রায়হান ও পরিবেশ বিষয়ক সাফরান।