মুক্তির মিছিলে ‘আদম’

Daily Ajker Sylhet

admin

০৪ এপ্রি ২০২৩, ১১:২২ পূর্বাহ্ণ


মুক্তির মিছিলে ‘আদম’

বিনোদন ডেস্ক:
ঈদের মুক্তির মিছিলে যুক্ত হয়েছে আরও একটি সিনেমা। নাম ‘আদম’। এটি নির্মাণ করেছেন আবু তাওহীদ হিরণ। সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ঐশী ও ইয়াশ রোহান।

এরই মধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে। নির্মাতা জানিয়েছেন, আদম এমন একটি জাতি, যাদের স্বজাতি ছাড়া অন্য কোনো শত্রু নেই। এই বহুরূপী আদম জাতির মধ্যে রয়েছে আলাদা ধরনের কিছু আদম, যারা অন্যের জন্য নিজেকে উজাড় করে দেয়। আবার এ জাতির মধ্যেই রয়েছে যে নিজের জন্য অন্যের সবকিছু উজাড় করে নেয়।

তিনি বলেন, ‘আমার স্বপ্নের প্রজেক্ট এটি। নানা কারণে সিনেমাটি মুক্তি দিতে দেরি হয়েছে। এবার সব কাজ গুছিয়ে এনেছি। তাই রোজার ঈদে মুক্তি দিতে চাই।’

 

Sharing is caring!