মেহেদির রং মোছার আগেই লা শ হলেন তানজিনা
০৯ জুলা ২০২৪, ০৪:৫২ অপরাহ্ণ
গোলাপগঞ্জ সংবাদদাতা:
গত মাসের ২১ তারিখে গোলাপগঞ্জ থানার দক্ষিণ কানিশাইল এলাকার হাবিবুর রহমান সাজুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একই থানার বসন্তপুর এলাকার সিরাজুল ইসলামের মেয়ে তানজিনা ইসলাম (২৫)। জানা যায় বিবাহের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিলো। বিয়ের ঠিক আঠেরো দিনের মাথায় মিললো তানজিনার ঝুলন্ত মরদেহ।
মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১২টার দিকে গোলাপগঞ্জ থানার দক্ষিণ কানিশাইল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবাররে পক্ষ থেকে বলা হচ্ছে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তানজিনা। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছে পুলিশ।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুলুদ আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিবাহের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিলো। এ ঘটনায় তানজিনার স্বামী হাবিবুর রহমান সাজুকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের আসলে বিস্তারিত জানা যাবে। তবে এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি।