Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন স্থগিত

admin

প্রকাশ: ২০ মে ২০২৪ | ১২:২৭ অপরাহ্ণ | আপডেট: ২০ মে ২০২৪ | ১২:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন স্থগিত

Manual5 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন পরিচালনা-২ উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

Manual7 Ad Code

ওই চিঠিতে বলা হয়, আপিল বিভাগের সিপিএলএ নম্বর ১৬০৮/২০২৪ এর ১৬ মের আদেশ প্রতিপালনের সুবিধার্থে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

সদর উপজেলা পরিষদের নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন। আর ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে শাহীন রহমান একমাত্র প্রার্থী থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

Manual7 Ad Code

শেয়ার করুন