Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

যৌন হয়রানির বিরুদ্ধে কখনো মুখ বন্ধ রাখা উচিত নয়: সাঁই পল্লবী

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৩ | ০৭:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৩ | ০৭:৩৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
যৌন হয়রানির বিরুদ্ধে কখনো মুখ বন্ধ রাখা উচিত নয়: সাঁই পল্লবী

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সাঁই পল্লবী ব্যক্তিজীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে মুখ খুলেছেন। চলচ্চিত্র জগতের অনেক ভেতরের কাহিনিও উন্মোচন করেছেন তিনি।

শুধু তাই নয়, নায়িকা হতে গিয়ে তাকে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন এ অভিনেত্রী।
চিকিৎসাবিদ্যার ছাত্রী হয়ে অভিনয় জগতে প্রবেশ করেন।

Manual6 Ad Code

অভিনয় জীবনের অনিশ্চয়তা নিয়ে বরাবরই ধারণা ছিল তার। কিন্তু কবে যে এই পেশার প্রেমে পড়ে যান, তা বুঝতেই পারেননি অভিনেত্রী।

Manual6 Ad Code

এ চলচ্চিত্র জগতে কাজ করার যেমন কিছু সুবিধা আছে, তেমনই রয়েছে কিছু অসুবিধাও। বেশ কিছু বছর ধরেই যৌন হয়রানির বিরুদ্ধে ‘মি-টু’ আন্দোলনে মুখ খুলেছেন অভিনেত্রীরা। ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য অনেক সময়ই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাদের।

Manual7 Ad Code

এবার ‘মি-টু’ এবং শারীরিক-মানসিক নির্যাতন প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, যৌন হয়রানির বিরুদ্ধে কখনই মুখ বন্ধ রাখা উচিত নয়।

Manual6 Ad Code

সাঁই পল্লবী বলেন, শারীরিক নিগ্রহ বা নির্যাতন তো অনেক দূরের কথা। যদি কেউ নোংরা ভাষায় কথা বলে, অথবা যদি কোনোভাবে আকারে-ইঙ্গিতেও মনে হয় যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা হলে কখনো মুখ বন্ধ রাখা উচিত নয়। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানানো দরকার।

এদিকে শোনা যাচ্ছে, পুষ্পা’র সিনেমার সিক্যুয়ালে দেখা যেত সাঁই পল্লবীকে। শোনা যাচ্ছে, আগামী কিছু দিনের মধ্যে এ০ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন অভিনেত্রী।

শেয়ার করুন