রাজের বিরুদ্ধে এবার যে অভিযোগ তুললেন পরীমনি!

Daily Ajker Sylhet

admin

১৪ মার্চ ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ণ


রাজের বিরুদ্ধে এবার যে অভিযোগ তুললেন পরীমনি!

বিনোদন ডেস্ক :
বছরের শুরুতেই স্বামীর শরিফুলের সঙ্গে সম্পর্কের অবনতির কথা জানান পরীমনি। বছর শুরুর দিনগুলোতে ঝড়ঝাপটা কম যায়নি তার। একটা সময় বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করে দেন অভিনেত্রী। সেখান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে রাজের সঙ্গেই ফের সংসার করছেন অভিনেত্রী।

এরই মাঝে সাত মাস পূর্ণ করল পরীমনি ও শরিফুল রাজের একমাত্র ছেলে রাজ্য। এ বার স্বামীর প্রতি আবার অভিযোগের সুর অভিনেত্রীর কণ্ঠে। রাত ফুরিয়ে যায়, তবে স্বামীর যে কাজ শেষ হয় না! তাই নিয়ে অনুযোগ পরীমনির।

অভিনেত্রী জানান, তার স্বামী বইয়ের পোকা। রাতভর বই পড়েন। অভিনেত্রী নিজের সমাজমাধ্যমের পাতায় খানিক অনুযোগের সুরে লেখেন, ‘আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে। রাত শেষ হয়ে যায়, তবুও তার পড়া শেষ হয় না।’

দিন কয়েক আগেই ছেলে রাজ্যের সঙ্গে ছবি দিয়ে পরীমনি লেখেন, ভালোবাসার মানুষের পাশে শুলে তাড়াতাড়ি ঘুম আসে, অবসাদ দূর হয়, আয়ু বাড়ে।

পুরনো মান-অভিমান ভুলে আপাতত স্বামী-পুত্রকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী।

Sharing is caring!