Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গার পেটে এক্স-রে, মিলল ১২০০ ইয়াবা !

admin

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩ | ০৪:৩৭ অপরাহ্ণ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ | ০৪:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
রোহিঙ্গার পেটে এক্স-রে, মিলল ১২০০ ইয়াবা !

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীতে পেটের ভেতর লুকিয়ে ইয়াবা আনা দুই রোহিঙ্গাসহ গ্রেপ্তার চার মাদক ব্যবসায়ী।নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কক্সবাজার থেকে আসা দুই রোহিঙ্গা পেটে বহন করছিলেন ইয়াবা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করার পর চিকিৎসকেরা তাঁদের পেটে ইয়াবা থাকার বিষয়ে নিশ্চিত হন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করিয়ে তাঁদের পেট থেকে ১ হাজার ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে এসব ইয়াবা উদ্ধার করে পুলিশ।

Manual3 Ad Code

এর আগে গতকাল বিকেলে ওই দুই রোহিঙ্গা মো. জাহিদুল ইসলাম (২৯) ও মো. রফিককে (৪০) উপজেলার রসুলপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয় দুই নারীকেও ৩ হাজার ৩০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কামরুন্নাহার (২৫) ও বিবি আয়েশা (২৩)। গ্রেপ্তার দুই রোহিঙ্গা পুলিশের কাছে স্বীকার করেন, তাঁরা বিশেষ কায়দায় পেটের ভেতর লুকিয়ে ইয়াবা নিয়ে এসেছেন বেগমগঞ্জের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য।

Manual8 Ad Code

জানতে চাইলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় মাদক কারবারি একটি চক্র কক্সবাজার থেকে রোহিঙ্গাদের মাধ্যমে ইয়াবার চালান আনায়। দীর্ঘদিন ধরে তারা বেগমগঞ্জে এভাবে মাদক বিক্রি করছিল।

Manual7 Ad Code

এবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুই রোহিঙ্গাসহ চক্রটির দুই নারীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

শেয়ার করুন