শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
০৬ নভে ২০২৩, ০১:২৩ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে সেই স্বপ্ন এখন অধরা লাল সবুজ প্রতিনিধিদের জন্য। নিজেদের সব থেকে বাজে বিশ্বকাপ পার করছে বাংলাদেশ দল।
সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মান বাঁচানোর ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এই স্টেডিয়ামেই চলতি আসরে দুবার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দেখা গিয়েছে। তাই রানের প্রত্যাশা থাকবে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে। কন্ডিশন বিবেচনায় তাই ব্যাটিং নির্ভর একাদশই দেখা যাবে সোমবারের ম্যাচে।
লিটন দাসের ওপেনিং সঙ্গী হিসেবে দেখা যাবে তানজিদ তামিমকেই। তিনে নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান। শুরুর এই চারজনই এবারের বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তামিমের একটি আর লিটনের দুইটি অর্ধশতক থাকলেও তা দলকে জয় এনে দিতে পারেননি।
পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মুশফিকুর রহিম আর সাতে মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থান অনেকটা নিশ্চিত। দলে রানের ধারাবাহিকতা বিবেচনায় এখানেই বেশি আস্থা। আটে মেহেদী হাসান মিরাজ খেলবেন। তিন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, নয়ে তাসকিন আহমেদ, দশে শরিফুল ইসলাম আর এগারোতে থাকবেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।