সংকট কাটিয়ে একই ফ্রেমে বন্দী হলেন বুবলী-মুন্নি

Daily Ajker Sylhet

admin

১৭ ডিসে ২০২৩, ০৪:১৯ অপরাহ্ণ


সংকট কাটিয়ে একই ফ্রেমে বন্দী হলেন বুবলী-মুন্নি

বিনোদন ডেস্ক:
চলমান সংকট কাটিয়ে একই ফ্রেমে বন্দী হলেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী ও গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নি। গানবাংলার দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে বুবলী মুন্নীকে একইফ্রেমে দেখা গেছে। এই ছবি বুবলী নিজেই ফেসবুকে পোস্ট দিয়েছেন।

গত মাসে ফারজানা মুন্নি এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথোপকথনের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। দুজনের কথোপকথনের সেই অডিও রেকর্ডে গানবাংলার কর্ণধার তাপস ও বুবলীর সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা গেছে। যেখানে বুবলীকে নিয়ে বেশ কিছু অভিযোগ করেছেন ফারজানা মুন্নী।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বুবলীর বিষয়ে কথা বলেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নী। যেখানে মুন্নী জানান, অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন। দীর্ঘ সাক্ষাৎকারে রীতিমতো অপু বিশ্বাসের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মুন্নী।

শুধু তাই নয়, ওই সময়ে কিছু কারণে মেন্টালি ডিস্টার্বড ফিল করায় ও এক ধরণের সন্দেহ সৃষ্টি হওয়ায় বুবলীকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন বলে মন্তব্য করেন তিনি। যা তার উচিত হয়নি বলে মনে করেন ফারজানা মুন্নী।

সবশেষ তাপসের স্ত্রী জানান, ‘টিএম ফিল্মসের ব্যানারে ‘খেলা হবে’ সিনেমাটি বুবলীকে নিয়েই তৈরি করা হবে’। তার মানে বুবলী-মুন্নীর মাঝে যে বিবাদ ছিলো তার ইতি ঘটেছে। ‘খেলা হবে’ সিনেমা দিয়ে বিবাদ ভুলে আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা। এছাড়া তাপসও জানান, তিনি এবং তার স্ত্রী দুজনই বুবলীকে নিয়ে কাজ করতে আগ্রহী।

Sharing is caring!