সন্তানের নাম প্রকাশ করলেন মাহিয়া মাহি

Daily Ajker Sylhet

admin

০৪ এপ্রি ২০২৩, ০২:৪৪ অপরাহ্ণ


সন্তানের নাম প্রকাশ করলেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি গত ২৮ মার্চ রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন।

তবে এ কয়দিন সন্তানের নামটি কেউ না জানলেও অবশেষে সোমবার (৩ এপ্রিল) মাহি নিজেই তার ছেলের নাম প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে মাহি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মো. মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার’।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। গত বছরের আগস্টে মা হতে হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। বর্তমানে ছেলেকে নিয়ে বেশ আনন্দেই কাটছে নায়িকার দিন।

 

Sharing is caring!