Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সাদাপাথরে ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫ | ১১:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ | ১১:৫৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
সাদাপাথরে ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
ভ্রমণে গিয়ে ফ্রিতে নৌকা না পেয়ে ঘাটের দায়িত্বে থাকা ভূমি অফিস সহায়ককে চড়থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে নৌকার মাঝিরা কর্মবিরতি পালন করেছেন। পরে প্রশাসন ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসে দুঃখ প্রকাশ করে বিষয়টি সমাধান করেন।

Manual7 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় শনিবার দুপুরে ঘটনাটি ঘটে। অভিযুক্ত নাছির উদ্দিন আহমেদ সিলেটের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি। মারধরের শিকার জাবেদ আহমেদ ঘাটের খাস কালেকশনের দায়িত্বে থাকা ভূমি অফিসের অফিস সহায়ক।

Manual4 Ad Code

ভুক্তভোগী জাবেদ আহমেদ বলেন, ‘দুপুর ১২টার দিকে তিনি (নাছির উদ্দিন আহমেদ) এসে ফ্রিতে নৌকা চান। আমি বলি ইউএনও স্যারের সঙ্গে কথা বলতে। তখন তিনি উত্তেজিত হয়ে আমার গায়ে হাত তোলেন। চড়থাপ্পড় মারেন। পরে আমরা আধা ঘণ্টা নৌকা চালানো বন্ধ রাখি। পরে ইউএনও, ওসি স্যারসহ কর্মকর্তারা এসে বিষয়টি সমাধান করেন। আর এসপি নাছির সাহেব মাফ চেয়েছেন।’

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার বলেন, ‘মিস বিহেভ হয়েছিল। ওনারা দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি শেষ।’

এ বিষয়ে জানতে সিলেটের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি নাছির উদ্দিন আহমেদের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করে সেটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন