সিলেটের নতুন এমপিদের শপথ : কেউ ঢাকায়, কেউ পথে

Daily Ajker Sylhet

admin

০৯ জানু ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ণ


সিলেটের নতুন এমপিদের শপথ : কেউ ঢাকায়, কেউ পথে

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা (এমপি) শপথ নিবেন বুধবার (১০ জানুয়ারি)। শপথ নিবেন সিলেটের নতুন এমপিরাও। এ জন্যে সিলেটের ৬টি আসনের নবনির্বাচিত এমপিদের কেউ ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন, কেউ রয়েছেন পথে।

বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে তাদের শপথ পড়াবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এ ব্যাপারে সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘শপথ নিতে সিলেটের নবনির্বাচিত সংসদ সদস্যরা কেউ কেউ আজ (মঙ্গলবার) দিনেই ঢাকায় এসে পৌঁছেছেন। আর কেউ কেউ আছেন রাস্তায়।

এবারের নির্বাচনে ভোট হওয়া সিলেটের ৬ টি আসনের মধ্যে বেসরকারিভাবে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে ৫ টি ও ১ জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সিলেট-৫ আসনে কেটলি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী এবং সিলেট-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত বর্তমান এমপি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিজয়ী হয়েছেন।

এর আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোটগ্রহণ হয় ৭ জানুয়ারি। এই নির্বাচনে আওয়ামী লীগ ও শরিক দলগুলো অংশ নিলেও অংশ নেয়নি বিএনপি ও সমমনা দলগুলো।

Sharing is caring!