সিলেটে ওয়ানডে সিরিজ: যে কারণে দলে নেই মাহমুদউল্লাহ

Daily Ajker Sylhet

admin

১৩ মার্চ ২০২৩, ০৭:১২ পূর্বাহ্ণ


সিলেটে ওয়ানডে সিরিজ: যে কারণে দলে নেই মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক:
সাম্প্রতিক সময়ে কোনো কিছুই যেন মাহমুদউল্লাহ রিয়াদের পক্ষে যাচ্ছে না। পারফরম্যান্স নিয়ে আছে প্রশ্ন, ফিটনেস নিয়ে সংশয়। সঙ্গে ৩৭ বছর হয়ে যাওয়ার বিষয়টি তো আছেই।

এই অবস্থায় সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। তিনি একেবারে ‘বাদ’ পড়ে গেলেন কিনা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলছেন, ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে।

মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট থেকে আগেই অবসরে গেছেন। গেল বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলেও জায়গা হচ্ছে না। সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পারেননি ভালো করতে। তিন ম্যাচে রান ছিল ৩১, ৩২ ও ৮। সঙ্গে ফিল্ডিংয়ে ক্ষিপ্রতার অভাবও ছিল দৃশ্যমান।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেও দলে মাহমুদউল্লাহ রিয়াদের অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন ওঠেছিল। তবে অধিনায়ক তামিম ইকবাল পাশে ছিলেন তাঁর।

এবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। এই স্পিনিং অলরাউন্ডার কী একেবারেই ‘বাদ’ পড়ে গেলেন?

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বললেন, ‘রিয়াদকে আমরা বিশ্রাম দিয়েছি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটিকে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হিসেবে দেখছি আমরা। এজন্য জাকিরকে নিয়েছি। ইয়াসিরকে আমরা আগেও দেখেছি, এই সিরিজে আরেকবার দেখতে চাই।’

প্রধান নির্বাচক বলছেন, এখনও ফেরার সুযোগ আছে মাহমুদউল্লাহর সামনে। ‘আবারও বলছি, অন্যদেরকে দেখার জন্যই তাকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।’
আয়ার‌ল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ আগামী ১৮ ও ২০ মার্চ। শেষ ম্যাচ হবে ২৩ মার্চ।

Sharing is caring!