সিলেটে তীব্র লোডশেডিং, নয়াসড়কে রাস্তা অবরোধ
১৭ এপ্রি ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার:
মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সিলেট মহানগরের নয়সড়কে সড়ক করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এর প্রায় ১৫ মিনিট পর বিদ্যুৎ চলে আসলে তারা অবরোধ তুলে নেন। রবিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- ওই এলাকায় রবিবার ইফতারের আগ থেকেই বিদ্যুৎ ছিলো না। বিদ্যুৎহীন অবস্থায় তারা ইফতার করেছেন এবং তারাবিহের নামাজ পড়েছেন। পরে রাত ১১টার দিকে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেছেন। তবে অবরোধ শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসায় তারা সড়ক থেকে সরে যান।
শুধু নয়সড়কই নয়, গত ৩ দিন থেকে সিলেটের সব এলাকায়ই চলছে চরম বিদ্যুৎ বিভ্রাট। একদিকে রমজান, অন্যদিকে গরমের উত্তাপ। এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরেই সিলেটে বিদ্যুৎ থাকছে না ঘণ্টার পর ঘণ্টা। ইফতারের সময় যেমন বিদ্যুৎ চলে যায় তেমনি রাতে সেহেরির সময়ও হঠাৎ বিদ্যুৎ চলে যায়। দিন রাত মিলিয়ে ৮-১০ ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না সিলেটবাসী। এতে চরম ভোগান্তিতে আছেন সিলেটের মানুষ।
সংশ্লিষ্টর বলছেন- সিলেটে চাহিদার অর্ধেকের চাইতেও কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
এমন তীব্র বিদ্যুৎ বিভ্রাটের ফলে রাত-দিনের ২৪ ঘণ্টার মধ্যে সব মিলিয়ে ৮-১০ ঘণ্টাও বিদ্যৎ পাচ্ছেন না মহানগরবাসী। এতে দৈনন্দিন কাজ ব্যাহত পাশাপাশি নিদারুন কষ্টে আছেন তারা। বিঘ্ন ঘটছে অফিস-আদালতের কার্যক্রমেও।