সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতা-কর্মী কারামুক্ত

Daily Ajker Sylhet

admin

১৯ ফেব্রু ২০২৪, ০৪:৩১ অপরাহ্ণ


সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতা-কর্মী কারামুক্ত

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী জামিনে কারামুক্ত হয়েছেন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। এসময় তাদের কারাফটকে সংবর্ধনা প্রদান করে জেলা বিএনপি।

মাহবুবুল হক চৌধুরী ছাড়া কারামুক্ত বাকি নেতারাকর্মীরা হলেন- সিলেট মহানগর বিএনপি নেতা রফিকুল বারী নোমান, সদর উপজেলা যুবদলের সভাপতি আবুল হাসনাত, যুবদলের রিপন আহমদ ও ফয়সল আহমদ এবং জেলা ছাত্রদল নেতা রেদওয়ান রাব্বী।

তাদের সংবর্ধনা প্রদানকালে কারাফটকে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েছ লোদী ও সৈয়দ মইন উদ্দিন সোহেল, জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, আবুল কাশেম, শামীম আহমদ, আহাদ চৌধুরী শামীম, এডভোকেট মোস্তাক আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত আহবায়ক মাসুম রাজ্জাক রুমেল ভারপ্রাপ্ত সদস‍্যসচিব আবু আহমদ আনসারী প্রমুখ।

Sharing is caring!