Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ব্যাডমিন্টন খেলতে গিয়ে মৃত্যু হলো প্রাণিসম্পদ কর্মকর্তার

admin

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩ | ১২:০৭ অপরাহ্ণ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩ | ১২:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ব্যাডমিন্টন খেলতে গিয়ে মৃত্যু হলো প্রাণিসম্পদ কর্মকর্তার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাতে নগরীর টিলাগড়স্থ দুগ্ধ খামারের মাঠে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি । সেখান থেকে প্রথমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও পরে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

শহীদুল ইসলাম নগরীর বালুচর সোনারবাংলা এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫০ বছর।

তার স্ত্রী ড. সুলতানা বিলকিস সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপপরিচালক হিসেবে কর্মরত। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Manual3 Ad Code

বুধবার দিবাগত রাত সাড়ে বারোটায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে দাফনের উদ্দেশে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে নিয়ে যাওয়া হয়।

Manual5 Ad Code

শেয়ার করুন