সিলেটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

Daily Ajker Sylhet

admin

১১ মে ২০২৪, ০২:৪৪ অপরাহ্ণ


সিলেটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (১০ মে) রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের খাদ্য গোদামের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

নিহত কিশোরের নাম মো. ইয়াছির আরাফাত। সে দরবস্ত ইউনিয়নের করগ্রামের বাসিন্দা মো. আব্দুস শুকুরের ছেলে।

ওসি বলেন, ‘দুর্ঘটনায় বিষয়টি খতিয়ে দেখা হবে।’

নিহত কিশোরের স্বজনরা জানান, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় দরবস্ত বাজর থেকে বাড়ি ফেরার পথে দরবস্ত-চতুল সড়কের খাদ্য গোদামের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেলের আরোহী ইয়াছির আরাফাত। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ইয়াছির আরাফাতকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১টা ৪৫ মিনিটের দিকে মারা যায়।

Sharing is caring!