সিলেটে র‌্যাব উদ্ধার করলো আগ্নেয়াস্ত্র

Daily Ajker Sylhet

admin

০৩ ফেব্রু ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ণ


সিলেটে র‌্যাব উদ্ধার করলো আগ্নেয়াস্ত্র

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগর থানা এলাকা থেকে লাইসেন্সবিহীন একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

রবিবার (২ ফেব্রেুয়ারি) রাতে ওসমানীনগর থানাধীন দয়ামীর গ্রামের দয়ামীর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এ তথ্য নিশ্চিত করে।

র‌্যাব-৯ জানায়, রবিবার রাত ৯টার দিকে ওসমানীনগর থানা দয়ামীর গ্রামের দয়ামীর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে জব্দকৃত আলামত সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব-৯।

Sharing is caring!