সিলেটে শীতার্ত মানুষের পাশে র‍্যাব

Daily Ajker Sylhet

admin

১৩ জানু ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ণ


সিলেটে শীতার্ত মানুষের পাশে র‍্যাব

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগজুড়ে অপরাধ দমনের পাশাপাশি মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে চলমান শৈত্যপ্রবাহে কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াচ্ছে র‍্যাব। গত কয়েকদিনে বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় সংস্থাটির পক্ষ থেকে গরিব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘মানুষ মানুষের জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার শীতার্ত মানুষের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। এসব শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক (জিডি-পি)।

সংস্থাটি তাদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে ।

Sharing is caring!