Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট এমসি কলেজ মাঠে তওবা ও দোয়া মাহফিল সোমবার

admin

প্রকাশ: ১২ মার্চ ২০২৩ | ১২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ১২ মার্চ ২০২৩ | ১২:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট এমসি কলেজ মাঠে তওবা ও দোয়া মাহফিল সোমবার

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি:
প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার উদ্দেশ্যে আমরা বৃহত্তর বালুচর বাসীর উদ্যোগে সোমবার (১৩ মার্চ) সিলেট এমসি কলেজ মাঠে “তওবা ও দোয়া” মাহফিল এর আয়োজন করা হয়েছে ।

মাহফিলে সভাপতিত্ব করবেন, হযরত মাওলানা মুজিববুল হক গাছবাড়ী-মুহতামিম ও শায়খুল হাদিস জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসা, প্রধান আকর্ষন ও আখেরী মোনাজাত করবেন হযরত মাওলানা মুফতি রশীদুর রহমান ফারুকী-শায়েখে বরুনা।

Manual6 Ad Code

আমন্ত্রিত ওলামায়েকেরামগনদের মধ্যে রয়েছেন, হযরত মাওলান মোহাম্মদ বিন ইদ্রিস-মুহতামিম দারুল উলুম কানাইঘাট মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুস সুবহান-মুহতামিম জাওয়া বাজার মাদ্রাসা, হযরত মাওলানা জিয়া উদ্দীন-মুহতামিম আঙ্গুরা মোহম্মদপুর মাদ্রাসা, হযরত মাওলানা নুরুল ইসলাম খান-মুহতামিম ও শায়খুল হাদিস দরগাপুর মাদ্রাসা, হযরত মাওলানা আলীম উদ্দিন-শায়খুল হাদিস কানাইঘাট মাদ্রাসা, হযরত মাওলানা শফিকুল হক-মুহতামিম ও শায়খুল হাদীস সুবহানিঘাট মাদ্রাসা, হযরত মাওলানা ওলিউর রহমান-মুহতামিম ও শায়খুল হাদিস দারুস সালাম মাদ্রাসা, হযরত মাওলানা মজদুদ্দিন-মুহতামিম ভার্থখলা মাদ্রাসা, হযরত মাওলানা আহমদ আলী-শায়খুল হাদিস কাজিরবাজার মাদ্রাসা, হযরত মাওলানা মহিউল ইসলাম বুরহান-মুহতামিম রেঙ্গা মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল ক্বাদির-শায়খুল হাদিস হরিপুর মাদ্রাসা।

Manual4 Ad Code

সবাইকে তওবা ও দোয়াতে অংশগ্রহন করার আমন্ত্রণ জানানো হচ্ছে।

Manual7 Ad Code

শেয়ার করুন