Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট কোতোয়ালি থানা পরিদর্শন করলেন আইজিপি

admin

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ০১:৩১ অপরাহ্ণ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ০১:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট কোতোয়ালি থানা পরিদর্শন করলেন আইজিপি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানা পরিদর্শন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দদুল্লাহ আল-মামুন। শুক্রবার (২৮ এপ্রিল) বেলা আড়াইটায় তিনি এ থানার কার্যক্রম পরিদর্শন করেন।

Manual6 Ad Code

এসময় আইজিপি-কে ফুলেল শুভেচ্ছা জানান এসএমপি’র উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম), সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান (বিপিএম-বার, পিপিএম), এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান (পিপিএম), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা (পিপিএম), উপ-কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, সিইডি শাখার পুলিশ সুপার সুজ্ঞান চাকমা এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ প্রমুখ।

আইজিপি থানার বিভিন্ন অবকাঠামো এবং আশপাশের এলাকা পরিদর্শন এবং বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পুলিশকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

Manual3 Ad Code

জনগণকে যথাযথ সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান আইজিপি।

শেয়ার করুন