সিলেট দীর্ঘ ৫মাসেও সন্ধান মিলেনি কিশোরী পূজা’র

Daily Ajker Sylhet

admin

০৪ নভে ২০২৩, ০২:৪৩ অপরাহ্ণ


সিলেট দীর্ঘ ৫মাসেও সন্ধান মিলেনি কিশোরী পূজা’র

স্টাফ রিপোর্টার:
সিলেটে দীর্ঘ ৫ মাস ধরে এক কিশোরী নিখোঁজ রয়েছে। তার সন্ধান দিতে পারনি পুলিশ। নিখোঁজ কিশারীর নাম পূজা চন্দ (১৫)। সে সিলেট নগরের লামাবাজার বিলপাড়ের জীতেশ চন্দ’র মেয়ে। এ বছরের ৯জুন নগরের শেখঘাটস্থ লশ্কর ভিলার ভাড়া বাসা থেকে সে নিখোঁজ হয়।

পরিবার জানায়, ওই দিন বিকেল ৩ টার দিকে পূজা চন্দ ব্যক্তিগত কাজের কথা বলে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। সম্ভাব্য অনেক স্থানে খোঁজ নিয়ে তার সন্ধান পাওয়া যায়নি। পরে ওইদিন রাতেই কিশোরীর মা শিপ্রা চন্দ্র সিলেট কোতোয়ালি মডেল থানায় নিখোঁজে সাধারণ ডায়েরী (জিডি নং-১০০০) করেন।

ডায়েরী করার দীর্ঘ ৫ মাস গত হয়ে গেলেও পুলিশ কিশোরী পূজার কোনো সন্ধান দিতে পারেনি। ফলে তার মা বাবা হতাশাগ্রস্ত হয়ে পুলিশসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।

সন্তানহারা মা ও বাবা তাদের মেয়ে পূজাচন্দকে ফিরে পেতে সরকার ও প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Sharing is caring!